Logo

সারাদেশ

কোটালীপাড়ায় হিন্দু ধর্ম ছেড়ে গৃহবধূর ইসলাম গ্রহণ

Icon

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১২:৩৬

কোটালীপাড়ায় হিন্দু ধর্ম ছেড়ে গৃহবধূর ইসলাম গ্রহণ

স্বেচ্ছায় ও সজ্ঞানে সনাতন হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছেন সুভাষিণী রায় (৪৫) নামের এক গৃহবধূ।

স্বেচ্ছায় ও সজ্ঞানে সনাতন হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছেন সুভাষিণী রায় (৪৫) নামের এক গৃহবধূ। তার এক মেয়ে ও এক ছেলে রয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) গোপালগঞ্জ জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী রাসেল মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

সুভাষিণী রায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের তারাকান্দার গ্রামের নগেন্দ্র রায়ের মেয়ে। তার নাম পরিবর্তন করে নূর জাহান রাখা হয়েছে।

আইনজীবী রাসেল মোল্লা জানান, নূর জাহানের বাবার নাম নগেন্দ্র রায় ও মায়ের নাম নয়নী বিশ্বাস। তিনি নিজ জ্ঞান ও ইচ্ছায় গোপালগঞ্জ নোটারি পাবলিকের কার্যালয়ে হাজির হয়ে হলফনামার মাধ্যমে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। একই সঙ্গে তার নাম পরিবর্তন করে নূর জাহান রাখা হয়েছে।

জানা যায়, সুভাষিণী রায় বা নূর জাহান ইসলাম ধর্মের মর্মকথা, তাৎপর্য ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। গত ১৫ অক্টোবর নোটারি পাবলিকের কার্যালয়ে তিনি এক মৌলভীর কাছে পবিত্র কালেমা ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসুলুল্লাহ্’ মৌখিকভাবে পাঠ করে আন্তরিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সেদিন থেকেই তিনি মনে প্রাণে ইসলাম ধর্ম পালন করে আসছেন।

অংকন তালুকদার/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইসলাম ধর্ম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর