Logo

সারাদেশ

নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ ধরার প্রস্তুতি

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৩:৩৬

নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ ধরার প্রস্তুতি

ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও নদীতে নামতে প্রস্তুত চাঁদপুরের হাজারো জেলে। ছবি : বাংলাদেশের খবর

ইলিশ ধরার ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও নদীতে নামতে প্রস্তুত চাঁদপুরের হাজারো জেলে। সাগর থেকে নদীর মিঠা পানিতে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ দিতে গত ৪ অক্টোবর থেকে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। যা শেষ হচ্ছে শনিবার (২৫ অক্টোবর) মধ্যরাতে। নিষেধাজ্ঞা শেষের আগেই মেঘনা উপকূলীয় এলাকা সরগরম হয়ে উঠেছে জেলেদের ব্যস্ততায়।

শনিবার (২৫ অক্টোবর) সকালে সরেজমিন ঘুরে দেখা যায়, চাঁদপুর শহরের যমুনা রোড, টিলাবাড়ি, পুরানবাজার রানাগোয়াল, দোকানঘর, বহরিয়া ও হরিণা ফেরিঘাট এলাকায় জেলেরা নৌকা ও জাল মেরামতে ব্যস্ত সময় পার করছেন। নিষেধাজ্ঞার সময় জীবিকা বন্ধ থাকলেও নতুন আশায় তারা প্রস্তুতি নিচ্ছেন কাঙ্খিত ইলিশ ধরার জন্য।

জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার এলাকা জুড়ে মা ইলিশের প্রজননকালীন অভয়াশ্রম ঘোষণা করা হয়। এসব এলাকায় নিবন্ধিত জেলে পরিবার রয়েছে প্রায় ৪৫ হাজার ৬১৫টি। নিষেধাজ্ঞা চলাকালে সরকার প্রত্যেক পরিবারকে ২৫ কেজি করে চাল দিয়েছে খাদ্য সহায়তা হিসেবে।

ইব্রাহীমপুর ইউনিয়নের জেলে মফিজুল ইসলাম ও শওকত হোসেন বলেন, আগের তুলনায় জেলের সংখ্যা বেড়েছে। যার ফলে ইলিশ কম পাওয়া যায়। জ্বালানি খরচ বেশি। ইলিশ কম পেলে লোকসান গুনতে হয়। তারপরও ইলিশ নামক প্রাকৃতিক সম্পদ পাওয়ার আশায় নদীতে নামবেন।

লক্ষীপুর মডেল ইউনিয়নের রামদাসদী গ্রামের জেলে আকবর খান ও শামছুদ্দিন বলেন, গত ২২ দিন খুবই কষ্টের মধ্যে সংসার চলেছে। ২৫ কেজি চাল দিয়ে বর্তমান বাজারে কিছুই হয় না। জাল ও নৌকা প্রস্তুত করেছেন। নদীতে নামবেন। ইলিশ পেলে চলবে তাদের সংসার।

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক বলেন, জেলা ও উপজেলা টাস্কফোর্সের ২২ দিনের অভিযান কঠোর হয়েছে। যার ফলে ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পেরেছে। ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসেবে গত ৪ অক্টোবর শুরু হয় নিষেধাজ্ঞা। এ সময়ে জেলা ও উপজেলা টাস্কফোর্স অভিযান চালিয়ে ২১ দিনে ৯৪ জন জেলেকে আটক করে এবং প্রায় সাড়ে ৫ লাখ মিটার জাল জব্দ করে।

আলআমিন ভূঁইয়া/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ইলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর