মিয়ানমারে পাচারের সময় নোয়াখালীতে ৩৫০ বস্তা ইউরিয়া সার জব্দ
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৩:৫৮
ছবি : বাংলাদেশের খবর
নোয়াখালীর সুবর্ণচরে মিয়ানমারে পাচারের সময় নৌ-পথে একটি ট্রলারসহ ৩৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ, র্যাব ও কৃষি কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সারগুলো জব্দ করেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে তথ্যগুলো নিশ্চিত করেছেন সুবর্ণচর উপজেলা কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ। তিনি বলেন, ‘আটককৃত ট্রলারে ৩৫০ থেকে ৪০০ বস্তা ইউরিয়া সার রয়েছে। এগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে দেশের বিভিন্ন স্থান থেকে এনে ট্রলারে একত্রিত করা হয়েছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সারগুলো জব্দ করে থানায় নিয়মিত মামলা দায়ের করা হবে।’
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতের ঘটনা। মোহাম্মদপুর ইউনিয়নের সুইজের বরই তোলা এলাকায় জামাল মাঝির ট্রলারে সরকারি ৩৫০ বস্তা ইউরিয়া সার আটক করে স্থানীয়রা। বিষয়টি প্রশাসনের অবগত হলে পুলিশ ও র্যাব-১১ নোয়াখালী ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে এসে সারগুলো জব্দ করে। তবে সারের কোনো মালিক সেখানে উপস্থিত ছিলেন না। ধারণা করা হচ্ছে, স্থানীয় কিছু ব্যক্তির যোগসাজশে সারগুলো ট্রলারে বোঝাই করা হয়েছিল। প্রশাসনের খবর পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ‘সারগুলো বর্তমানে প্রশাসনের হেফাজতে রয়েছে। মালিকানা দাবি করে এখনো কেউ আসেনি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
দ্বীপ আজাদ/এআরএস


