ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের মধুখালীতে গাঁজাসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ অভিযানে ১৪ কেজি গাঁজা ও ১৬ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে মধুখালী থানাধীন কামারখালী টোল প্লাজার ফরিদপুর-মাগুরা মহাসড়কে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- খাগড়াছড়ির রামগড় মৃত নুরুল আলম মজুমদারের ছেলে মো. ইকবাল হোসেন মজুমদার (৩৬) ও ঝিনাইদহ সদরের ফুরসন্দী লক্ষীপুরের মৃত সিরাজুল ইসলাম মল্লিকের ছেলে মো. শিহাব (৩১)।
তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা ও অন্যান্য মাদক সংগ্রহ করে ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা ও ঝিনাইদহসহ বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল।
র্যাব-১০ অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তারকৃতদের মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে। ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অপূর্ব অসীম/এমবি


