গাজীপুর সাফারি পার্কে জিরাফের মৃত্যু, জানা গেল দুদিন পর
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৫:৫০
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে ‘গাজীপুর সাফারি পার্কে’ একটি আফ্রিকান স্ত্রী জিরাফ টিউবারকুলোসিস (টিবি) রোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
জিরাফটি বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মৃত্যু হলেও বিষয়টি বন বিভাগের মাধ্যমে শনিবার (২৫ অক্টোবর) জনসাধারণের কাছে জানানো হয়।
সাফারি পার্কের কর্তৃপক্ষ জানায়, জিরাফটি জুলাই মাস থেকেই অসুস্থ ছিল। ধীরে ধীরে তার শরীর শুকিয়ে যাচ্ছিল এবং চলাফেরার গতি কমছিল। অবস্থা আরও গুরুতর হওয়ায় গত ১৪ অক্টোবর বিশেষজ্ঞ চিকিৎসক দল গঠন করা হয়। পরে নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছিল। চিকিৎসার মধ্যে টিবি রোগে আক্রান্ত হয়ে জিরাফটি মারা যায়।

মৃত্যুর পর গাজীপুর সাফারি পার্কের বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্যাথোবায়োলজি বিভাগ প্রফেসর ডা. মো. গোলাম হায়দার ও ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন জিরাফটির ময়নাতদন্ত সম্পন্ন করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, জিরাফটি টিউবারকুলোসিসে আক্রান্ত হয়ে মারা গেছে।
গাজীপুর সাফারি পার্কের বন্যপ্রাণী পরিদর্শক রাজু আহমেদ বলেন, ‘জিরাফটির মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। গত জুলাই মাস থেকেই জিরাফটি অসুস্থ ছিল। ধীরে ধীরে তার শরীর শুকিয়ে যাচ্ছিল এবং চলাফেরার গতি কমে যাচ্ছিল। জিরাফটির অসুস্থতা বাড়তে থাকায় গত ১৪ অক্টোবর বিশেষজ্ঞ চিকিৎসক দল গঠন করে নিবিড় পর্যবেক্ষণের আওতায় চিকিৎসা দেওয়া হচ্ছিল। আমরা অন্যান্য প্রাণীদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছি।’
সাফারি পার্কের সহকারী বনসংরক্ষক তারেক রহমান জানান, এ ঘটনায় শুক্রবার (২৪ অক্টোবর) শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৫২৬) করা হয়েছে।
সোহেল/এমবি

