Logo

সারাদেশ

আলফাডাঙ্গায় বিএনপি সভাপতির পোস্টে তোলপাড়, নেতাকর্মীদের কুকুরের সঙ্গে তুলনা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ১৮:৩০

আলফাডাঙ্গায় বিএনপি সভাপতির পোস্টে তোলপাড়, নেতাকর্মীদের কুকুরের সঙ্গে তুলনা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি মো. আব্দুল মান্নান মিয়া আব্বাসের একটি ফেসবুক পোস্ট ঘিরে দলে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নিজের ফেসবুক আইডি থেকে দেওয়া পোস্টে তিনি দলের সমালোচকদের উদ্দেশে যে ভাষা ব্যবহার করেছেন, তা নিয়ে এখন সরব স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

বৃহস্পতিবার আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন করা হয়। এ কমিটিতে আলফাডাঙ্গা উপজেলার গুরুত্বপূর্ণ পদে থাকা কয়েকজন আওয়ামী লীগ নেতাকর্মীকে স্থান দেওয়া হয়েছে। অন্যদিকে বিএনপির ত্যাগী ও দীর্ঘদিনের নিবেদিত কর্মীদের বঞ্চিত করা হয়েছে।

এরপর থেকেই পদবঞ্চিত নেতাকর্মীরা নবগঠিত কমিটি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ ও সমালোচনা শুরু করেন। এর জবাব হিসেবেই সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস ওই বিতর্কিত পোস্ট দেন।

আব্বাস মিয়া তার ফেসবুকে লিখেছেন, ‘আলফাডাঙ্গা উপজেলা বিএনপির নব নির্বাচিত কমিটি নিয়ে আপনারা যারা আজেবাজে পোস্ট দিচ্ছেন, আপনারা বিএনপির এ-তো হিতাকাঙ্ক্ষী কবে থেকে হলেন? আপনাদের বিগত দিনের এসএ খতিয়ান আমরা জানি। আপনারা কেউ ঢাকায় চাকরি করেন— আলফাডাঙ্গা উপজেলা বিএনপির প্রতি এতোদিন কি শ্রম দিয়েছেন? কেউ বিএনপির দুর্দিনে বিএনপির সাথে মুনাফিকি করে বিএনএম পার্টি করে কেন্দ্রীয় বিএনএম-এর নেতা হয়েছেন। এখন আবার বিএনপি নিয়ে সমালোচনা করেন— আপনাদের লজ্জা শরম নেই। কুকুরের মতো বেহায়ামি পনা করেন। আপনাদের আলোচনা সমালোচনায় আমাদের ভুলগুলো সংশোধন করার সুযোগ করে দিচ্ছেন। এই জন্য আপনাদের ধন্যবাদ।

কুকুরের কাজ হলো ঘেউ ঘেউ করা, তাই বলে কি পথিকের পথচলা বন্ধ করে গন্তব্য স্টেশনে যাওয়া বন্ধ থাকবে না।’

‘কুকুরের মতো বেহায়ামি পনা’— এ বাক্যটি ঘিরেই সবচেয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

বিএনপি নেতাকর্মীরা পোস্টটির স্ক্রিনশট শেয়ার করে প্রকাশ্যে ক্ষোভ জানাচ্ছেন।

অরজুন সরদার নামে একজন লিখেছেন, ‘একজন সিনিয়র নেতার ব্যবহার যদি এমন হয়, তাহলে তার কর্মীদের ব্যবহার কেমন হবে? দলের মধ্যে মতভেদ থাকতেই পারে, কিন্তু নেতার মুখ থেকে এমন ভাষা শোভা পায় না।’

তাহের আহমেদ শুভ নামে আরেকজন মন্তব্য করেছেন, ‘বড় ভাই! সভাপতি হয়ে কি পাগল হয়ে গেছেন! আপনি আলফাডাঙ্গা উপজেলার এত নেতাকর্মীকে কুকুর বানিয়ে ফেললেন! আপনার নৈতিকতা কোথায় গিয়ে ঠেকেছে?’

স্ক্রিনশট শেয়ার করে আলফাডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান খান লিখেছেন, ‘এই হলো থানা বিএনপির সভাপতির ভাষা!’

স্থানীয় নেতারা বলছেন, সভাপতি হিসেবে আব্বাস মিয়ার এমন ভাষা দলীয় ঐক্যের বদলে বিভাজন গভীর করছে। সংগঠনের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে।

আলফাডাঙ্গা উপজেলা বিএনপির এক প্রবীণ নেতা বলেন, ‘সভাপতির অবস্থান মানে নেতৃত্বের প্রতীক। সেখানে সংযম আর ভদ্রতা থাকা জরুরি। সহকর্মীদের কুকুরের সঙ্গে তুলনা করা অত্যন্ত দুঃখজনক।’

দলীয় সূত্রে জানা গেছে, বিষয়টি ইতোমধ্যেই জেলা বিএনপির শীর্ষ নেতৃত্বের কাছেও পৌঁছেছে। কয়েকজন সিনিয়র নেতা পোস্টটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর