Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৬

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১২:৪৭

নারায়ণগঞ্জে ডাইং কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৬

ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। ছবি : মো. মুস্তাঈন বিল্লাহ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় বিস্ফোরণে অন্তত ছয়জন দগ্ধ হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে এ ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকার জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ ছয়জনের প্রাথমিক চিকিৎসা চলছে। তাদের শরীরের কত শতাংশ পুড়েছে তা পরীক্ষা-নিরীক্ষা শেষে জানা যাবে।

তিনি বলেন, দগ্ধদের ড্রেসিং চলছে। অবস্থা সম্পর্কে বিস্তারিত জানাতে কিছুটা সময় লাগবে।

ফতুল্লা মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, বিসিক শিল্পাঞ্চলের ‘এমএস ডাই অ্যান্ড প্রিন্টিং লিমিটেড’ কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে শুনেছি।

তিনি আরও বলেন, কারখানা কর্তৃপক্ষ পুলিশকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেয়নি। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিস্ফোরণ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর