Logo

সারাদেশ

ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৩:০৮

ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

নওগাঁর বদলগাছীতে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে আসলাম হোসেন (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ছবি : বাংলাদেশের খবর

নওগাঁর বদলগাছীতে ডাব চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে আসলাম হোসেন (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার কোলা ইউনিয়নের পারিচা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আসলাম হোসেন পারিচা গ্রামের মোলায়েম হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে আসলাম গোপনে এক ব্যক্তির ডাব গাছে ওঠেন ডাব পাড়ার জন্য। ডাব পেড়ে নিচে নামার সময় পা ফসকে তিনি গাছ থেকে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে স্বাস্থ্য কেন্দ্রে নেওয়ার পথে তিনি মারা যান।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। যেহেতু ঘটনাটি দুর্ঘটনাজনিত এবং নিহতের পরিবারের কোনো অভিযোগ নেই। তাই আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম এ রাজ্জাক/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর