Logo

সারাদেশ

‘কক্সবাজারের সুইজারল্যান্ড’ ভিডিওর এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইমন

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৩:৫৮

‘কক্সবাজারের সুইজারল্যান্ড’ ভিডিওর এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ইমন

উখিয়া উপজেলার মনখালী গ্রামের সৌন্দর্যকে ‘কক্সবাজারের সুইজারল্যান্ড’ হিসেবে তুলে ধরার জন্য ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক ইমরুল কাওসার ইমন। ছবি : বাংলাদেশের খবর

উখিয়া উপজেলার মনখালী গ্রামের সৌন্দর্যকে ‘কক্সবাজারের সুইজারল্যান্ড’ হিসেবে তুলে ধরার জন্য ‘ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক ইমরুল কাওসার ইমন। তার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় মনখালী এখন দেশের অন্যতম পর্যটনকেন্দ্রে পরিণত হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর গুলশানের লেকশোর হাইটস অডিটোরিয়ামে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ) আয়োজিত অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বিজিএমইএর পরিচালক ড. রাশিদ আহমেদ হোসাইনি, প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার জাবেদ সুলতান পিয়াস, জিটিভির হেড অব মার্কেটিং ফেরদৌস নাঈম পরাগসহ অন্যরা।

ডিএমএফ সভাপতি মো. দেলোয়ার হোসেন বলেন, নতুন প্রজন্মকে ডিজিটাল সাংবাদিকতা ও ইনোভেশনে উৎসাহিত করা এবং সমাজে ইতিবাচক অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।

ইমন বলেন, কক্সবাজারের মনখালী গ্রামটি সত্যিই অসাধারণ সুন্দর, যা সুইজারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যের থেকে কোনো অংশেই কম নয়। পাটুয়ারটেক থেকে মাত্র ১০ মিনিটের পথেই এটি অবস্থিত এবং এখানে গেলে প্রাকৃতিক সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করবে।

ইমন দৈনিক ভোরের ডাক পত্রিকার সিনিয়র রিপোর্টার এবং রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার অসংখ্য ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সাড়া ফেলেছে।

ডিজিটাল মিডিয়া ফোরাম আয়োজিত দ্বিতীয় আসরে সেরা অনুসন্ধানী প্রতিবেদন, সেরা বিজনেস রিপোর্টিং, সেরা ফিচার, বিনোদন, ক্রীড়া, মফস্বল সাংবাদিকতা, প্রবাস সাংবাদিকতা, আলোচিত সংবাদ (প্রিন্ট, টিভি, অনলাইন)– মোট ২৬টি ক্যাটাগরিতে এবং জুরি স্পেশাল অ্যাওয়ার্ডসহ ৫০ জনকে এবারের ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এইচকে/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর