Logo

সারাদেশ

ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৪:৫৭

ফরিদপুরে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নারী আহত হয়েছেন এবং বাড়িঘর ভাঙচুরের শিকার হয়েছে।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গা পৌরসভার রায়পাড়া সদরদী গ্রাম ও আলগী ইউনিয়নের শাহ মল্লিকদি গ্রামের দুইটি পক্ষের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে রায়পাড়া সদরদী গ্রামের মতিউর খাঁনের ছেলে রোহান খাঁন ও শাহ মল্লিকদি গ্রামের লুৎফর মাতুব্বরের ছেলে সিয়ামের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে গত শুক্রবার (২৪ অক্টোবর) শাহ মল্লিকদি গ্রামের কয়েকজন যুবক এসে রোহানকে মারধর করে।

এরই সূত্র ধরে শনিবার সন্ধ্যায় রোহানের পক্ষের কয়েকজন যুবক শাহ মল্লিকদি গ্রামে গিয়ে মহাসীন মুন্সী ও মিজান শেখের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে শাহ মল্লিকদি গ্রামের একটি মসজিদ থেকে মাইকে ঘোষণা দিয়ে স্থানীয় লোকজন জড়ো হয়ে রোহানের দলকে ধাওয়া দেয়।

ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে রোহানের পক্ষের লোকজন পিছু হটতে বাধ্য হয়। এসময় শাহ মল্লিকদি গ্রামের লোকজন রোহানের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। সংঘর্ষে রোহানের বোন জেসমিন আক্তার আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন, বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, ‘সংঘর্ষের সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

  • ইমরান মুন্সী/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর