Logo

সারাদেশ

ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৫:০৩

ফোনে কথা বলার সময় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নরসিংদীর পলাশে চলন্ত ট্রেনের ধাক্কায় সৈকত চন্দ্র দে (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত

নরসিংদীর পলাশে চলন্ত ট্রেনের ধাক্কায় সৈকত চন্দ্র দে (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৬ অক্টোবর) সকালে উপজেলার ঘোড়াশাল ফ্লাগ স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সৈকত চন্দ্র দে ঘোড়াশাল পাইকসা গ্রামের উত্তম কুমার দের ছেলে। তিনি স্থানীয় প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে শ্রমিক হিসেবে কাজ করতেন।

ঘোড়াশাল ফ্লাগ স্টেশনের বুকিং কর্মকর্তা ও পুলিশ সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে সৈকত রেললাইনের ওপর দিয়ে হেঁটে ফোনে কথা বলছিলেন। এ সময় ঢাকা অভিমুখী ‘উপকূল এক্সপ্রেস’ ট্রেনটি এসে তাকে ধাক্কা দেয়। এতে তিনি রেললাইন থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইউসুফ মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

মো. বেলায়েত হোসেন/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ট্রেন চলাচল নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর