Logo

সারাদেশ

ভাঙ্গায় ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৫:১৯

ভাঙ্গায় ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকচাপায় মজিদ মোল্লা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের ভাঙ্গায় ট্রাকচাপায় মজিদ মোল্লা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজিদ মোল্লা ভাঙ্গা পৌরসভার আতাদি গ্রামের মৃত দলিল উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে মজিদ মোল্লা বাবলাতলা বাসস্ট্যান্ডের কাছ দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় টেকেরহাটগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গেলে ট্রাকটির পেছনের চাকা তার দুই পায়ের ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মামুন বলেন, বাবলাতলা এলাকা থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

ইমরান মুন্সী/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর