Logo

সারাদেশ

লালমনিরহাটে স্থানীয় প্রার্থীকে গ্রামপুলিশ পদে নিয়োগের দাবিতে মানববন্ধন

Icon

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৬:৩০

লালমনিরহাটে স্থানীয় প্রার্থীকে গ্রামপুলিশ পদে নিয়োগের দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে স্থানীয় প্রার্থীকে গ্রামপুলিশ পদে নিয়োগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) সকালে পূর্ব বেজগ্রাম এলাকায় এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, গত ১৬ অক্টোবর ৮নং ওয়ার্ডের ছয়জন প্রার্থী গ্রামপুলিশ পদে আবেদন করলেও তাদের কাউকেই নিয়োগ দেওয়া হয়নি। বরং ৪নং ওয়ার্ড থেকে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে ৮নং ওয়ার্ডের বাসিন্দারা দাবি জানিয়েছেন, নিজ ওয়ার্ড থেকেই একজনকে নিয়োগ দেওয়া হোক।

এলাকাবাসী ইতোমধ্যে গণস্বাক্ষর সংগ্রহ করে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদনও জমা দিয়েছেন। 

স্থানীয় বাসিন্দা সুমন্দ্র নারায়ণ বলেন, ‘দীর্ঘদিন ধরে আমাদের ওয়ার্ডে কোনো গ্রামপুলিশ নেই। নিরাপত্তাহীনতায় আমরা ভুগছি। তাই ৪নং ওয়ার্ডের প্রার্থীকে নয়, আমাদের ওয়ার্ড থেকে একজনকে নিয়োগ দেওয়া হোক।’

এ বিষয়ে স্থানীয়রা আরও বলেন, ‘চুরি-ছিনতাইসহ ছোটোখাটো অপরাধ বৃদ্ধি পেয়েছে। রাতের সময় বাইরে বের হতে ভয় লাগে। ৮নং ওয়ার্ডে কার্যকর নজরদারি নিশ্চিত করতে প্রয়োজন একজন স্থানীয় গ্রামপুলিশ।’

৪নং ওয়ার্ডের বাসিন্দা ছয়জন প্রার্থী থাকা সত্ত্বেও নতুন নিয়োগের মাধ্যমে সেখানে চারজন গ্রামপুলিশ হয়েছে। এ অবস্থায় ৮নং ওয়ার্ডের বাসিন্দারা এই নিয়োগ বাতিল করে নিজ ওয়ার্ড থেকে একজনকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিম মিঞা বলেন, ‘এ বিষয়ে পরে বিস্তারিত আলোচনা করা হবে।’

  • রাহেবুল ইসলাম টিটুল/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর