ছবি : সংগৃহীত
ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব ও ঢাকা-১৪ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী সাজ্জাদুল মিরাজ আসনটির অন্তর্ভুক্ত বিভিন্ন এলাকায় শুক্রবার (২৪ অক্টোবর) দিনব্যাপী গণসংযোগ করেছেন। এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও এলাকাবাসী তার সঙ্গে ছিলেন।
গণসংযোগে সাজ্জাদুল মিরাজ বলেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগের ‘স্বৈরশাসনের’ বিরুদ্ধে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছি। গুলি, টিয়ারগ্যাস, হামলা-মামলা, এমনকি মৃত্যুর আশঙ্কা সত্ত্বেও আমি কখনো পিছু হটিনি। একাধিকবার গ্রেপ্তার ও পুলিশি নির্যাতনের শিকার হয়েও দলের কর্মসূচি সফল করতে রাজপথে ছিলাম।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনা মেনে আমি রাজনীতি করে আসছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আমি সর্বদা অনুগত সৈনিক হিসেবে তাঁর প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছি।
মিরাজ আরও বলেন, আমি ঢাকা-১৪ আসনের মানুষ। এখানেই জন্মেছি, বড় হয়েছি, এখানকার মাটি ও মানুষের প্রতি ভালোবাসা থেকেই বিএনপির আদর্শ বাস্তবায়নে কাজ করছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি এই আসন থেকে দলের মনোনয়ন চেয়েছি—দলের প্রতি আমার অবদান বিবেচনায় এটি আমার অধিকার। তবে দলীয় সিদ্ধান্তই আমার কাছে চূড়ান্ত।
তিনি বলেন, অতীতের মতো এবারও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যাকে মনোনয়ন দেবেন, তার পক্ষেই আমি এবং আমার কর্মীরা সর্বশক্তি দিয়ে কাজ করব। ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করাই হবে আমাদের লক্ষ্য।
গণসংযোগে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে যেভাবে আপনারা পাশে ছিলেন, আগামীতেও তেমনি ঐক্যবদ্ধ থাকতে হবে। যতদিন না আগামীর বাংলাদেশের দায়িত্ব আমাদের নেতা তারেক রহমানের হাতে তুলে দেওয়া যায়, ততদিন আমাদের আন্দোলন চলবে।
- এমআই

