বরিশালে এসিড নিক্ষেপের দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড
বরিশাল ব্যুরো প্রধান
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৮:৩৬
ছবি : সংগৃহীত
বরিশালের বাবুগঞ্জে পারিবারিক ও ব্যাবসায়িক দ্বন্দ্বের জের ধরে নবম শ্রেণির শিক্ষার্থী ও তার বন্ধুর শরীরে এসিড নিক্ষেপের ঘটনায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একইসাথে আসামিদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. সাখাওয়াত হোসেন।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে বরিশাল মহানগর দায়রা জজ আদালতের বিচারক মীর মোহাম্মদ এমতাজুল হক আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের উত্তর দেহেরগতি গ্রামের দিনেশ ঘরামীর ছেলে শিশির ঘরামী (২১) ও একই গ্রামের সুদেব ঘরামীর ছেলে প্রদীপ ঘরামী (২০)।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাজিম উদ্দিন আহমেদ পান্না মামলা এবং রায়ের বরাতে জানান, আসামিদের সাথে বাদী উত্তম হাওলাদারের পরিবারিক এবং স্বর্ণ ব্যবসা নিয়ে বিরোধ চলছিল।
ঘটনার দিন অর্থাৎ ২০২৪ সালের ১১ মার্চ রাতে বাদীর ছেলে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র উৎপল হাওলাদার ও তার বন্ধু উজিরপুর উপজেলার যুগিরকান্দা গ্রামের নগনে মল্লিকের ছেলে আশিক মল্লিক বাবুগঞ্জ উপজেলার উত্তর রফিয়াদী গ্রামে হরি ও দুর্গামন্দিরে কৃষ্ণ নামযজ্ঞ অনুষ্ঠান শেষে সমির চন্দ্র ব্যাপারীর বাড়িতে রাত্রিযাপন করেন।
তারা ঘুমিয়ে থাকা অবস্থায় ভোর রাত সাড়ে ৪টার দিকে ঘরের বারান্দার জানালা থেকে দু’জনের শরীরে এসিড নিক্ষেপ করে। এতে তাদের শরীরের বিভিন্ন স্থান ঝলসে যায়। পরে সকালে তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় পরদিন ১২ মার্চ এয়ারপোর্ট থানায় শিশির ঘরামী ও প্রদীপ ঘরামীর নামে এবং অজ্ঞাত ৫-৬ জনকে অভিযুক্ত করে মামলা করেন উৎপলের বাবা উত্তম হাওলাদার। এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন চন্দ্র মজুমদার দু’জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
এরপর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার (২৬ অক্টোবর) দুপুওে এডিস অপরাধ আইন ২০০২ এর ৫(ক), ৫ (খ) ও ৭ ধরায় শিশির ঘরামী ও প্রদীপ ঘরামীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন বিচারক।
- জেআই জুয়েল/এমআই

