Logo

সারাদেশ

টেকনাফে নারী-শিশুসহ ৫ জিম্মি উদ্ধার, আটক ১

Icon

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৮:৪৩

টেকনাফে নারী-শিশুসহ ৫ জিম্মি উদ্ধার, আটক ১

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের টেকনাফ সদরের হাবিব ছড়ার গহীন পাহাড়ে পাচারের উদ্দেশে জিম্মি রাখা নারী-শিশুসহ ৫জনকে উদ্ধার করছে কোস্টগার্ড। এ সময় টেকনাফ সদরের হাবিবছড়া এলাকার মোহাম্মদ হাসান (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোয়েন্দা তথ্য ও পূর্বে আটক পাচারকারীদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, সাগরপথে মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে নারী ও শিশুসহ কয়েকজনকে টেকনাফ সদরের হাবিবছড়া সংলগ্ন গভীর পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শনিবার (২৬ অক্টোবর) রাত ২টার দিকে কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে পাচারকারীদের গোপন আস্তানা থেকে চার নারী ও এক শিশুসহ মোট পাঁচজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ সময় একজন পাচারকারীকেও আটক করা হয়।

উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, কয়েকটি সংঘবদ্ধ চক্র বিদেশে উন্নত জীবনের প্রলোভন, উচ্চ বেতনের চাকরি ও অল্প খরচে বিদেশ পাঠানোর আশ্বাস দিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় পাচারের ফাঁদে ফেলে। পরবর্তীতে তাদের পাহাড়ি এলাকায় জিম্মি করে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের চেষ্টা চালানো হয়। পাচারকারীরা সুযোগ বুঝে মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূল দিয়ে বোটযোগে মালয়েশিয়া পাঠানোর পরিকল্পনা করেছিল।

উদ্ধার করা ও আটক পাচারকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন।

এদিকে লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও জানান, মানব পাচার রোধে কোস্টগার্ড ও নৌবাহিনীর গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রাখবে।

উল্লেখ্য, টেকনাফের বিভিন্ন এলাকায় সাগর পথে অবৈধভাবে মানুষ পাচারের ঘটনা নিয়মিতভাবে ঘটছে। নিরাপদ ও বৈধ পথে অভিবাসন নিশ্চিত করতে কোস্টগার্ড ও নৌবাহিনীর এ অভিযান চালিয়ে যাচ্ছে।

  • ইব্রাহীম মাহমুদ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর