Logo

সারাদেশ

রংপুরে ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগ

Icon

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৯:০২

রংপুরে ২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে উৎকোচ গ্রহণের অভিযোগ

ছবি : সংগৃহীত

রংপুরের মিঠাপুকুর থানার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এক ভুক্তভোগীর কাছ থেকে দফায় দফায় উৎকোচ গ্রহণ ও আসামিদের কাছ থেকে টাকা নিয়ে পাল্টা মামলা দায়েরের অভিযোগ উঠেছে। 

অভিযুক্ত দুই কর্মকর্তা হলেন—খোড়াগাছ ইউনিয়নের বিট কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন ও এসআই আতিকুর রহমান।

ভুক্তভোগী মোছাব্বির বকসি অভিযোগ করেন, গত ২৪ সেপ্টেম্বর জমিজমা নিয়ে বিরোধের জেরে তিনি প্রতিপক্ষের হামলায় আহত হন। দুই দিন পর ২৬ সেপ্টেম্বর পুনরায় হামলায় তাঁর পা ও মাথায় গুরুতর জখম হয়। হাসপাতালে চিকিৎসা শেষে ২৯ সেপ্টেম্বর তিনি সাতজনকে আসামি করে মামলা করেন।

এরপর তদন্তের দায়িত্ব পান এসআই সোহরাব হোসেন। অভিযোগ অনুযায়ী, তিনি ও এসআই আতিকুর রহমান আসামি ধরার নামে চার দফায় মোট ২৮ হাজার টাকা নেন। প্রথমে ৯ হাজার, পরে ৫, ৪ এবং শেষে ১০ হাজার টাকা দেওয়া হয়। তবু মামলার প্রধান আসামি মনিরুজ্জামান জুয়েলকে গ্রেপ্তার করা হয়নি।

মোছাব্বির বকসির দাবি, টাকা না দেওয়ায় ওই দুই পুলিশ কর্মকর্তার সঙ্গে তাঁর মনোমালিন্য হয়। পরে আসামিদের সঙ্গে যোগসাজশ করে তাঁকে ও আরও দুইজনকে আসামি করে পাল্টা মামলা দায়ের করা হয়। মামলার বাদী হন মনিরুজ্জামান জুয়েলের মা মোছুদা বেগম।

এলাকাবাসীর কয়েকজন জানান, প্রথমে হামলার ঘটনা ঘটল, আবার পরে পাল্টা মামলাও হলো। দুই পুলিশ কর্মকর্তা বাদী ও আসামি উভয় পক্ষের সঙ্গেই বাণিজ্য করেছেন।

ভুক্তভোগী মোছাব্বির বলেন, আসামি ধরার নামে ২৮ হাজার টাকা নিয়েছে। পরে আরো টাকা চাইলে না দেওয়ায় আমাকে হুমকি দেয়। এখন পাল্টা মামলায় আমাকে আসামি বানানো হয়েছে।

অভিযুক্ত এসআই সোহরাব হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘লেনদেনের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। একজন আসামিকে গ্রেপ্তার করেছি। এখন বাদী যদি এমন অভিযোগ করে, তা দুঃখজনক।’

এসআই আতিকুর রহমান বলেন, ‘মামলার তদন্ত চলছে। একজন আসামি পলাতক, বাকিরা জামিনে আছে। পাল্টা মামলা সম্পর্কে কিছু বলব না—বাদী চাইলে অভিযোগ করতে পারেন।’

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

  • মো. রাখিবুল ইসলাম রাখিব/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর