Logo

সারাদেশ

জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : নাজিম উদ্দিন আলম

Icon

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ২০:৩৫

জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : নাজিম উদ্দিন আলম

চরফ্যাসনে বিএনপির জনসভায় বক্তব্য দিচ্ছেন ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম। ছবি : সংগৃহীত

স্বচ্ছ ও জনকল্যাণমুখী রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন আলম।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে চরফ্যাসন উপজেলার বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে প্রচারণা শেষে চরফ্যাসন পৌরসদর সড়কে এক বিশাল জনসভায় তিনি এ কথা বলেন।

 নাজিম উদ্দিন আলম বলেন, ‘আগামী ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনে যদি বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসে, তাহলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের মুখে হাসি ফুটবে। এ কারণেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের এ কর্মসূচি ঘোষণা করেছেন।’

তিনি বলেন, ‘দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির ৩১ দফা এখন সময়ের দাবি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে একটি নতুন বাংলাদেশ গঠনে ধানের শীষের বিকল্প নেই।’

‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’-এই স্লোগানকে সামনে রেখে সাধারণ জনগণ, পথচারী ও দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ এবং ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন তিনি।

জনসভায় সভাপতিত্ব করেন- উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাজী আমিনুল ইসলাম মিন্টিজ। উপস্থিত ছিলেন- জেলা বিএনপির নেতা হারুন অর রশিদ ট্রুমেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আক্তার মইন, সাবেক প্রচার সম্পাদক আলমগীর মিয়া, সাবেক আইন বিষয়ক সম্পাদক ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি ছিদ্দিক মাতব্বর, যুবদল নেতা শহীদুল ইসলাম দুলাল, শ্রমিক দল নেতা মীর আজাদ, সামছুদ্দিন কাউছ, স্বেচ্ছাসেবক দলের নেতা হাবিব নেগাবান, ছাত্রদল নেতা আলী মুতুজা, ওলামাদল নেতা আলেমে দীন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম আসলামি, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভাকে ঘিরে চরফ্যাসন উপজেলার ২১টি ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা-কর্মী ঢোল-বাদ্য, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। তারেক রহমানের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো চরফ্যাসন পৌর এলাকা।

  • এম ফাহিম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর