সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি নিহত
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১১:০৩
সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতের খাসিয়াদের গুলিতে সাকির আহমদ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তে ভারতের খাসিয়াদের গুলিতে সাকির আহমদ (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার (২৬ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে।
নিহত সাকির আহমদ ডোনা এলাকার রহিম উদ্দিনের ছেলে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল জানান, বিজিবির প্রাথমিক তথ্যানুসারে জানা গেছে- ডোনা এলাকার কয়েকজন যুবক সুপারি আনতে সীমান্তের ওপারে ঢুকে পড়েন। এ সময় ভারতীয় খাসিয়াদের গুলিতে সাকির গুরুতর আহত হন।
পরে তার সঙ্গীরা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মো. রেজাউল হক ডালিম/এমবি

