Logo

সারাদেশ

নোয়াখালীতে মাদরাসাছাত্রকে গলা কেটে হত্যা, আটক ১

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১১:৪৬

নোয়াখালীতে মাদরাসাছাত্রকে গলা কেটে হত্যা, আটক ১

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় নাজিম উদ্দিন নামে মাদরাসার এক ছাত্রকে গলা কেটে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে তার সহপাঠীর বিরুদ্ধে। 

গতকাল রোববার (২৬ অক্টোবর) রাতে উপজেলার বাটরা আল মাদরাসাতুল ইসলামিয়া আখফতুল উলুম মাদরাসায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় আবু সায়েদ নামে হেফজ বিভাগের আরেক ছাত্রকে আটক করেছে পুলিশ। 

নিহত নাজিম উদ্দিন ওই উপজেলার চাষিরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়দুল্যার ছেলে। সে হেফজ বিভাগের ছাত্র ছিল। 

পুলিশ জানায়, নাজিম ও সায়েদ ওই মাদরাসার হিফজ বিভাগের ছাত্র। গত ১০ থেকে ১৫ দিন পূর্বে টুপি পরাকে কেন্দ্র করে নাজিম ও সায়েদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে মাদরাসার শিক্ষক দুজনের মধ্যে বিবাদ মীমাংসা করে দেয়। এই বিরোধের জেরে রোববার রাতে নাজিম ঘুমিয়ে পড়লে ঘুমের মধ্যে তাকে গলা কেটে হত্যা করে সায়েদ। 

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে আবু সায়েদ নামে নিহতের এক সহপাঠীকে আটক করা হয়। আজ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর