Logo

সারাদেশ

বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের দাফন সম্পন্ন

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১২:৪১

বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের দাফন সম্পন্ন

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের (৩৬) দাফন সম্পন্ন হয়েছে। ছবি : সংগৃহীত

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের (৩৬) দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।

নিহত আবুল কালাম আজাদ নড়িয়া উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠী এলাকার মৃত আব্দুল জলিল চোকিদারের ছেলে। আবুল কালাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন।

এর আগে নড়িয়ার ঈশ্বরকাঠি গ্রামে আবুল কালামের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল কালাম আজাদ চার ভাইয়ের মধ্যে ছোট ছিলেন। স্ত্রী ও দুই শিশু সন্তান আব্দুল্লাহ (৫) ও সুরাইয়া আক্তারকে (৩) নিয়ে নারায়ণগঞ্জের পাঠানতলি এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে ব্যক্তিগত কাজে ঢাকা ফার্মগেট এলাকায় ওপর থেকে মেট্রোরেলের একটি ভারী বিয়ারিং প্যাড আবুল কালামের মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকী দাস বলেন, আবুল কালামের মর্মান্তিক মৃত্যুতে আমরা শোকাহত। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার জানাজা ও দাফনে অংশ নিয়েছি। আমরা সার্বক্ষণিক তার পরিবারের পাশে রয়েছি। পরিবারের লোকজন যেকোনো প্রয়োজনের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সাহায্য পাবেন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মেট্রোরেল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর