Logo

সারাদেশ

শাপলা না দেওয়া হলে রাজপথে লড়বে এনসিপি : সারজিস আলম

Icon

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৫:০৭

শাপলা না দেওয়া হলে রাজপথে লড়বে এনসিপি : সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি : বাংলাদেশের খবর

শাপলা প্রতীক না দেওয়া হলে প্রয়োজনে অবশ্যই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিকভাবে রাজপথে লড়বে বলে হুশিয়ারি দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সম্মেলন কক্ষে দলটির সমন্বয়ক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সারজিস আলম আরও বলেন, শাপলা প্রতীক নিতে যদি প্রয়োজন হয়, বাংলাদেশের ৬৪ জেলার ৪৯৫ উপজেলার এনসিপির অভ্যুত্থানের নেতৃবৃন্দ রাজপথে নেমে এ অধিকারের জন্য লড়বে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি, শাপলা প্রতীক নিয়েই আগামী নির্বাচনে এনসিপি অংশগ্রহণ করবে।

এনসিপির মুখ্য সংগঠক বলেন, আজ থেকে সারাদেশের জেলা-উপজেলা এবং পর্যায়ক্রমে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি অনুমোদন দেওয়া হবে।

রাব্বি ইসলাম/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জাতীয় নাগরিক পার্টি সারজিস আলম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর