Logo

সারাদেশ

কক্সবাজারের নতুন জেলা ও দায়রা জজ আবদুর রহিম

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৬:১৩

কক্সবাজারের নতুন জেলা ও দায়রা জজ আবদুর রহিম

কক্সবাজারে নতুন জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আবদুর রহিম

কক্সবাজারে নতুন জেলা ও দায়রা জজ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আবদুর রহিম। গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৩ এর উপসচিব (প্রশাসন-১) মনজুর কাদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে কক্সবাজারসহ দেশের বিভিন্ন আদালয়ে ৩১ জন জেলা ও দায়রা জজের পদায়ন করা হয়েছে।

মোহাম্মদ আবদুর রহিম বিসিএস (জুডিসিয়াল) ২৪তম ব্যাচের এবং বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) ২য় ব্যাচের একজন সদস্য। ২০০৬ সালে তিনি নবীন বিচারক হিসেবে বাংলাদেশের বিচার বিভাগে যোগ দেন। বর্তমানে তিনি নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর জেলা ও দায়রা জজ পদে কর্মরত ছিলেন।

চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার বাসিন্দা মোহাম্মদ আবদুর রহিম আগে কক্সবাজারের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর জেলা ও দায়রা জজ পদে দায়িত্ব পালন করেছেন। তাঁর সহধর্মিণী জান্নাতুল ফেরদৌসও নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর জেলা ও দায়রা জজ পদে কর্মরত রয়েছেন।

কক্সবাজারের সদ্য বিদায়ী জেলা ও দায়রা জজ মুনসী আব্দুল মজিদ গত ২৮ আগস্ট সিলেট বদলী হওয়ার পর থেকে এ পদ শূন্য ছিল। এর মধ্যেই অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মামুনুর রশিদ কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজের দায়িত্ব পালন করছিলেন। নতুন পদায়ন হওয়া মোহাম্মদ আবদুর রহিম কক্সবাজারে যোগদান করলে তিনি হবেন ১৯তম জেলা ও দায়রা জজ।

একই প্রজ্ঞাপনের মাধ্যমে কক্সবাজারের বর্তমান নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর জেলা ও দায়রা জজ এস.এম জিল্লুর রহমানকে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫ এ বদলী করা হয়েছে। বদলী হওয়া বিচারকদের আগামী ২৮ অক্টোবরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (২৬ অক্টোবর) আইন ও বিচার বিভাগের আরেকটি প্রজ্ঞাপনে কক্সবাজারে আরও তিনজন বিচারককে পদায়ন এবং একজন বিচারককে বদলী করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত বিচারকরা হলেন- কিশোরগঞ্জের সিনিয়র সহকারী জজ কাজী শরীফুল ইসলামকে কুতুবদিয়া চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সুনামগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীরকে কক্সবাজারের সিনিয়র সহকারী জজ এবং নওগাঁর সহকারী জজ নাজমুল হাসানকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। অপরদিকে কক্সবাজারের বর্তমান সিনিয়র সহকারী জজ মোঃ ওমর ফারুককে মুন্সিগঞ্জের সিনিয়র সহকারী জজ পদে বদলী করা হয়েছে।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আইন ও আদালত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর