Logo

সারাদেশ

১৭ বছর পর বাগেরহাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৬:১৭

১৭ বছর পর বাগেরহাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি : বাংলাদেশের খবর

বাগেরহাট জেলা যুবদল সোমবার (২৭ অক্টোবর) ১৭ বছর পর তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবের আয়োজন করেছে। স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

জেলার বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা মিছিল ও মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে শহরে আগমন করেন। স্বাধীনতা উদ্যানে শুরু হওয়া র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উদ্যানে এসে প্রেসক্লাবের সামনে শেষ হয়।

আলোচনা সভায় জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ‘দীর্ঘ ১৭ বছর নানা প্রতিকূলতা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে সংগঠন নিস্তেজ ছিল। আজ জেলার বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসে একত্রিত হয়েছে, এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। আজকের দিন আমাদের জন্য আনন্দ ও আত্মবিশ্বাস ফিরে পাওয়ার দিন।’

তিনি আরও বলেন, ‘যুবদল সবসময় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছিল, আছে এবং থাকবে। আমরা চাই নতুন প্রজন্মের তরুণরা এগিয়ে আসুক এবং সংগঠনের পতাকা আরও উঁচু করে ধরুক। আগামী দিনে বাগেরহাট জেলা যুবদলকে আবারও ঐক্যবদ্ধ ও শক্তিশালী করা আমাদের মূল লক্ষ্য।’

অনুষ্ঠানে জেলার গুরুত্বপূর্ণ নেতারা বক্তব্য রাখেন, তাদের মধ্যে ছিলেন মো. আবুল হাসান, মো. সুমন পাইক, শেখ জিয়াউর রহমান জিয়া, মো. সাফুল ইসলাম, মো. ইব্রাহিম মোল্লা, মুরাদ চৌধুরী, লায়ন শেখ জিয়াউর রহমান, জাকারিয়া মিলন, মো. সোহাগ হাওলাদার, মো. রাজু মোল্লা ও শেখ দেলোয়ার হোসেন।

শেখ আবু তালেব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি যুবদল দিবস উদযাপন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর