Logo

সারাদেশ

জামালপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, জামালপুর

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৬:২১

জামালপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি : বাংলাদেশের খবর

জামালপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (২৭ অক্টোবর) বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

দুপুরে শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ময়মনসিংহ বিভাগীয়সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিব এবং যুগ্ম আহ্বায়ক আনোয়ার জামান লিটন বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ‘আমরা স্বৈরাচার শেখ হাসিনাকে দেশছাড়া করেছি, কিন্তু তিনি ভারতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। আমাদের লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন করা।’

এরপর যুবদলের নেতাকর্মীরা বিভিন্ন ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিবের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বকুলতলায় এসে শেষ হয়।

মেহেদী হাসান/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর