Logo

সারাদেশ

‘আবার আসব, ভাঙ্গা শহর তছনছ করে ছাড়ব’

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৯:৫৫

‘আবার আসব, ভাঙ্গা শহর তছনছ করে ছাড়ব’

ফরিদপুরের ভাঙ্গায় অটোচালককে মারধর করে টাকা ছিনতাইয়ের ঘটনায় পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে আদালতে নেওয়ার সময় এক আসামির হুমকিমূলক বক্তব্যে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে তাদের ভাঙ্গা থানা পুলিশ আদালতে সোপর্দ করে। এ সময় এক আসামি পুলিশ ভ্যানে ওঠার আগে উচ্চস্বরে বলেন, ‘চুরি করি নাই মামলা খাইছি, আবার আসব-ভাঙ্গা শহর তছনছ করে ছাড়ব।’

গ্রেপ্তাকৃতরা হলেন- ভাঙ্গা পৌরসভার আতাদি গ্রামের নূর ইসলাম মাতুব্বরের ছেলে বাঁধন মাতুব্বর (২৩), র্পূব হাসামদিয়া গ্রামের মৃত কল মাতুব্বরের ছেলে র্পাথ মাতুব্বর (২৫), ঢাকার ধামরাই থানার আফজাল শেখের ছেলে সজিব (২২), রাজবাড়ি সদর উপজেলার মৃত দুখু মিয়ার ছেলে আকাশ (২১) এবং একই এলাকার মাজেদের ছেলে সাকিব (১৯)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া এলাকায় অটোচালক ফরিদ খানকে থামিয়ে মারধর করে তার কাছ থেকে নগদ ৮ হাজার ২০০ টাকা ছিনিয়ে নেয় র্দুবৃত্তরা। পরে ভুক্তভোগী ফরিদ খান ভাঙ্গা থানায় মামলা (নং–৩১) দায়ের করলে, পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করে।

ভাঙ্গা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় দ্রুত অভিযানে জড়িতদের আটক করা হয়েছে এবং আদালতে সোর্পদ করা হয়েছে।’

বিকেএন/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার ছিনতাই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর