Logo

সারাদেশ

ফেনীতে টাপেন্টাডলসহ ওষুধ ব্যবসায়ী আটক

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১২:৫০

ফেনীতে টাপেন্টাডলসহ ওষুধ ব্যবসায়ী আটক

ফেনীতে মাদক বিরোধী অভিযানে ৪৭ পিস নিষিদ্ধ (মাদক) টাপেন্টাডলসহ ওষুধ ব্যবসায়ী মো. আহছান উল্লাহকে  (৫০) আটক করেছে পুলিশ। 

সোমবার (২৭ অক্টোবর) রাতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম ফেনী মডেল থানার পাশে মেডিসিন সাপ্লাই থেকে তাকে আটক করে। আটককৃত আহছান উল্লাহ ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মঠবাড়ীয়া এলাকার নজির আহম্মদের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহমেদ চৌধুরীর নেতৃত্বে  ট্রাংক রোডে  মাদক বিরোধী অভিযান চালানো হয়। ফেনী মডেল থানার পাশে মেডিসিন সাপ্লাই নামক ওষুধের দোকানে তল্লাশি করে ৪৭ পিস টাপেন্টাডল ওষুধ জব্দ ও দোকানের মালিক আহছান উল্লাহকে আটক করে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহমেদ চৌধুরী বাদী হয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহমেদ চৌধুরী জানান, আহছানউল্লাহ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ও অবৈধ টাপেন্টাডল বিক্রি করে আসছে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মাদক কারবারি আটক

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর