Logo

সারাদেশ

আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতা এম এ কাইয়ুমের সাক্ষাৎ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৮:০০

আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতা এম এ কাইয়ুমের সাক্ষাৎ

ছবি : বাংলাদেশের খবর

ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী কাসেফ আলমৌদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগী ও দলের জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক ড. এম এ কাইয়ুম।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকায় রাষ্ট্রদূতের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে ড. এম এ কাইয়ুম বাংলাদেশের দক্ষ শ্রমিকদের জন্য আমিরাতে ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর অনুরোধ জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠী কর্মক্ষম ও দক্ষ। তারা আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

জবাবে রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী কাসেফ আলমৌদী বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে আমিরাতের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। 

তিনি বলেন, ‘দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। ভবিষ্যতেও তা আরও গভীর হবে।’

বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক মর্যাদা ও বোঝাপড়ার ভিত্তিতে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী মনির হোসেন।

  • এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর