Logo

সারাদেশ

শেরপুরে পরকীয়া সন্দেহে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৯:৫৫

শেরপুরে পরকীয়া সন্দেহে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত

ছবি : বাংলাদেশের খবর

শেরপুরে পরকীয়ার সন্দেহকে কেন্দ্র করে দুই ভাইয়ের দ্বন্দ্বের জেরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই নিহত হয়েছেন। নিহতের নাম একাব্বর মিয়া (২৮)। তিনি সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কান্দাশেরী এলাকার মৃত হায়দার আলীর ছেলে। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পরিবার সূত্রে জানা যায়, দুই ভাই দুই মায়ের সন্তান। ছোট ভাই ফারুক মিয়া তৃতীয় স্ত্রীর ছেলে।

নিহত একাব্বরের সঙ্গে ফারুকের স্ত্রীর পরকীয়ার সম্পর্ক আছে—এমন সন্দেহ করছিলেন ফারুক। বিষয়টি জানাজানি হলে প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। মঙ্গলবার সকালে একই বিষয় নিয়ে ফারুকের সঙ্গে তার স্ত্রীর কথা কাটাকাটি হয়। এ সময় বড় ভাই একাব্বর সেখানে উপস্থিত হয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন।

একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ফারুক ঘরের ভেতরে বড় ভাইয়ের ওপর ধারালো রামদা দিয়ে এলোপাতাড়ি কোপ দেন। এতে একাব্বর গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পথে তার মৃত্যু হয়।

শেরপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. প্রমা বলেন, ‘একাব্বরকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর কোপের ক্ষত ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা শেষে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাই।’

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। পারিবারিক দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

তবে পরকীয়ার অভিযোগ অস্বীকার করে ফারুকের স্ত্রী মাকসুদা বেগম বলেন, ‘আমার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। ফারুক নেশাগ্রস্ত হয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।’

শাহরিয়ার শাকির/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর