নান্দাইলে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ২০:১৫
ছবি : বাংলাদেশের খবর
ময়মনসিংহের নান্দাইলে ট্রেনের ধাক্কায় আব্দুল হামিদ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ–ভৈরব রেলপথের চট্টগ্রামমুখী লাইনে উপজেলার মুশুল্লী ইউনিয়নের ফরিদাকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হামিদ নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ঝায়েরকোনা গ্রামের মৃত আলেল উদ্দিনের ছেলে।
রেললাইনে কাজ করা কর্মচারী মোস্তফা কামাল বলেন, ‘আমি রেললাইনে কাজ করছিলাম। এ সময় ওই বৃদ্ধ ছাতা হাতে লাইন ধরে হাঁটছিলেন। হঠাৎ চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন এসে তাকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।’
তিনি আরও বলেন, ‘স্থানীয়দের সহায়তায় নিহতের ব্যাগ তল্লাশি করে একটি ফোন নম্বর পেয়ে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়।’
নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) দেবলার সরকার বলেন, ‘নিহতের পরিচয় শনাক্ত করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মরদেহ কিশোরগঞ্জ জিআরপি থানার কাছে হস্তান্তর করা হয়েছে।’
সারোয়ার জাহান রাজিব/এআরএস

