Logo

সারাদেশ

গুরুদাসপুরে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ২০:১৯

গুরুদাসপুরে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ব্রিজের পাশে নন্দকুজা নদীর তীরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল আনুমানিক সাতটার দিকে স্থানীয়রা নদীর পাড়ে লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তবে এখনো পর্যন্ত মৃত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল হোসেন বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর সঠিক কারণ ও পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

নাজমুল হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর