Logo

সারাদেশ

বগুড়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ২০:৩৩

বগুড়ায় ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত

ছবি : সংগৃহীত

বগুড়া সদর উপজেলার সেউজগাড়ি পালপাড়া এলাকায় ইসকন মন্দিরের প্রবেশ পথে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে হাবিবুর রহমান খোকন (৩৭) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন বাধন নামের আরেক যুবক।

শনিবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত খোকন শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার কামাল হোসেনের ছেলে। গুরুতর আহত বাধনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির জানান, রাতের দিকে সেউজগাড়ি ইসকন মন্দিরের প্রবেশ পথে দুটি মোটরসাইকেলে তিন যুবক যাওয়ার সময় দুর্বৃত্তরা তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে খোকন ও বাধন গুরুতর আহত হন এবং এক যুবক পালিয়ে যান।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খোকনকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যার কারণ ও হামলাকারীদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।

জুয়েল হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর