কটিয়াদীতে বস্তায় আদা চাষে সফলতা
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ২০:৪১
ছবি : বাংলাদেশের খবর
কিশোরগঞ্জের কটিয়াদীতে উপজেলা কৃষি অফিসের পরামর্শ ও প্রকল্প সহায়তায় বস্তায় আদা চাষে সফলতা পেয়েছেন স্থানীয় কৃষকরা। নতুন এই পদ্ধতি এখন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এলাকায়।
আদা একটি গুরুত্বপূর্ণ মসলা জাতীয় ফসল। এটি রান্নার পাশাপাশি বিভিন্ন রোগ নিরাময় ও স্বাস্থ্য রক্ষায় কার্যকর ভূমিকা রাখে। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, হজমে সহায়তা, কফ ও সর্দি দূরীকরণ, এমনকি অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণেও আদা কার্যকর বলে জানান কৃষি কর্মকর্তারা।
চলতি বছর কটিয়াদী পৌরসভা এবং বনগ্রাম, সহশ্রামধূলদিয়া, করগাঁও, চাঁন্দপুর, মুমুরদিয়া, আচমিতা, মসুয়া, লোহাজুরী ও জালালপুর ইউনিয়নে মোট ১৭ হাজার ৫০০ বস্তায় আদা চাষ করা হয়েছে। বাসার ছাদ, বাড়ির আঙিনা ও পতিত জমি কাজে লাগিয়ে কৃষকরা আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে কৃষকদের মধ্যে বস্তা, বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়। অফিস সূত্রে জানা গেছে, এ পদ্ধতিতে চাষ করা আদা থেকে প্রায় ১৭ হাজার ৫০০ কেজি উৎপাদনের আশা করা হচ্ছে, যার বাজারমূল্য প্রায় ১৯ লাখ টাকা।
পৌরসভার বোয়ালিয়া মহল্লার কৃষক মো. চুন্নু মিয়া বলেন, ‘গত বছর অল্প কিছু বস্তায় আদা চাষ করে ভালো ফলন পেয়েছিলাম। এবার কৃষি অফিসের পরামর্শে ১ হাজার বস্তায় চাষ করেছি, ফলন আরও ভালো হবে বলে আশা করছি।’
সম্প্রতি কৃষি অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম উপজেলার আচমিতা ইউনিয়নের বস্তায় আদা চাষ এলাকা পরিদর্শন করে কৃষকদের উৎসাহিত করেছেন।
উপজেলা কৃষি অফিস জানায়, এ বছর বস্তায় আদা চাষের লক্ষ্যমাত্রা ছিল ১৪ হাজার বস্তা, কিন্তু বাস্তবে হয়েছে ১৭ হাজার ৫০০ বস্তায়। আদা রোপণের উপযুক্ত সময় মার্চ থেকে এপ্রিল। প্রতিটি বস্তায় মাটি, গোবর, ছাই, ভার্মি কম্পোস্ট ও রাসায়নিক সার মিশিয়ে চাষ উপযোগী করা হয়।
প্রতি বস্তায় ৬০–৮০ গ্রাম আদার বীজ কন্দ রোপণ করা হয়। ভালো ফলনের জন্য ৫০, ৮০ ও ১১০ দিন বয়সে ইউরিয়া ও পটাশ সার প্রয়োগ করতে হয়। পোকা দমনে ফেনিট্রথিয়ন এবং ছত্রাক দমনে কার্বেনডাজিম বা প্রোপিকোনাজল গ্রুপের ওষুধ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
সাধারণত জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে আদা সংগ্রহ করা হয়। জাতভেদে প্রতি বস্তায় ৮০০ গ্রাম থেকে ১.২ কেজি পর্যন্ত ফলন পাওয়া যায়।
কৃষি অফিসের হিসাব অনুযায়ী, বোয়ালিয়া এলাকার চুন্নু মিয়াসহ কয়েকজন কৃষক এবার ৪ হাজার ৫০০ বস্তায় আদা চাষ করেছেন এবং তারা ভালো ফলন পেয়েছেন। কৃষি কর্মকর্তারা বলছেন, বস্তায় আদা চাষ এখন কটিয়াদীর কৃষকদের নতুন সম্ভাবনা।
এআরএস

