ফেনীর দ্বিতীয় নারী জেলা প্রশাসক হিসেবে যোগ দিলেন মনিরা হক
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ২০:৪৪
ফেনী জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন মনিরা হক। ছবি : সংগৃহীত
ফেনীর দ্বিতীয় নারী জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন মনিরা হক। সোমবার (২৭ অক্টোবর) তিনি দায়িত্ব গ্রহণ করেন। জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে নবাগত জেলা প্রশাসককে বরণ করে নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফাহমিদা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) রোমেন শর্মা উপস্থিত ছিলেন।
মনিরা হক ২৭তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দেন। ২০০৮ সালের নভেম্বরে তিনি প্রথম সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে এমএসএস এবং অস্ট্রেলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটি (ক্যানবেরা) থেকে আন্তর্জাতিক ও উন্নয়ন অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।
মনিরা হক ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি সর্বশেষ শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কাজ করেছেন।
দায়িত্ব গ্রহণ শেষে জেলা প্রশাসক হিসেবে পেশাগত দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন মনিরা হক।
এম. এমরান পাটোয়ারী/এআরএস

