Logo

সারাদেশ

যাত্রাবিরতির দাবিতে থামান হল চলন্ত ট্রেন

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ০৮:৫৫

যাত্রাবিরতির দাবিতে থামান হল চলন্ত ট্রেন

জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশনে সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি এবং দ্বিতীয় প্ল্যাটফর্ম নির্মাণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

মঙ্গলবার দুপুর ১২টা ১৫ মিনিটে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী তিস্তা এক্সপ্রেস নরুন্দি স্টেশনে পৌঁছালে এলাকাবাসী ট্রেন থামিয়ে বিক্ষোভ শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা ধরে তারা ট্রেনটি আটকে রেখে মানববন্ধন করেন। তখন ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য উপস্থিত ছিলেন না। পরে স্টেশনমাস্টার মাহমুদুল হক বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন এবং তার অনুরোধে তারা অবরোধ তুলে নেন।

মানববন্ধনে বক্তব্য দেন নরুন্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ইউসুফ আলী, ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক সুফিয়ান কবির শিপন, সহসভাপতি আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মসিউর রহমান মাসুম, সহসাংগঠনিক সম্পাদক মো. সামনুরী ইমামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, জামালপুর সদর উপজেলার নরুন্দি, বাশচড়া, ঘোড়াধাপ, ইটাইল ও তুলশীরচর—এই পাঁচ ইউনিয়নের লক্ষাধিক মানুষের জন্য রাজধানী ঢাকা ও বিভাগীয় শহর ময়মনসিংহে যাতায়াতের অন্যতম নির্ভরযোগ্য মাধ্যম হলো ট্রেন। কিন্তু নরুন্দি স্টেশনে অধিকাংশ আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি নেই। বর্তমানে স্টেশনটি দিয়ে ছয়টি আন্তঃনগর ট্রেন চলাচল করে, যার মধ্যে কেবল অগ্নিবীণা এক্সপ্রেস (রাত ৮টা) ও যমুনা এক্সপ্রেস (রাত ৩টা ৩০ মিনিট) এখানে থামে। দিনের বেলায় কোনো ট্রেন নরুন্দি স্টেশনে না থামায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

স্টেশনমাস্টার মাহমুদুল হক বলেন, এলাকাবাসীর দাবি রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ট্রেন চলাচল বিক্ষোভ মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর