সাভারে মশার কয়েল কারখানায় র্যাবের অভিযান, লাখ টাকা জরিমানা
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১৮:৫৩
ছবি : বাংলাদেশের খবর
ঢাকার সাভারে একাধিক বিষাক্ত মশার কয়েল কারখানায় অভিযান চালিয়েছে র্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় ওই কারখানাগুলোতে তৈরি নকল মশার কয়েল ধ্বংস করা হয়।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যার দিকে সাভারের কোন্ডা দাসপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় বাওমা নামে একটি কয়েল কারখানাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সাভারের কোন্ডা দাসপাড়া এলাকায় বিভিন্ন কারখানায় বাজারের জনপ্রিয় বাওনা, ড্রাগন সহ বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের নকল মশার কয়েল তৈরি করা হচ্ছে। যাতে মাত্রাতিরিক্ত বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হয়। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কারখানাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং বিষাক্ত নকল মশার কয়েল জব্দ করে তারা জ্বালিয়ে ধ্বংস করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, সাভার উপজেলাধীন কোন্ডা দাসপাড়া এলাকায় ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে বিএসটিআই এর অনুমোদনহীন অবৈধ মশার কয়েল কারখানা। যেগুলোতে বাজারের জনপ্রিয় বাওনা, ড্রাগন সহ বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের নকল মশার কয়েল তৈরি করা হচ্ছে। এর পিছনে রয়েছে নাহিদ ইসলাম নামের এক ব্যক্তি। যিনি নিজের কারখানায় তৈরি নকল মশার কয়েলসহ বিভিন্ন কারখানায় তৈরি নকল মশার কয়েল বিভিন্ন স্থানে প্রতিনিধি নিয়োগ করে বাজারজাত করে আসছেন।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম বাংলাদেশের খবরকে জানান, অবৈধ নকল মশার কয়েল কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্সবিহীন নকল ও নিম্নমানের কয়েল উৎপাদন, মজুদ এবং বিপণনকারী নামবিহীন প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ নকল ও নিম্নমানের কয়েল জব্দ করে তা ধ্বংস করা হয়েছে।
- হাসান ভূঁইয়া/এমআই

