Logo

সারাদেশ

তারেক রহমানের কাছে বিচার চাইলেন ফরিদগঞ্জের বিএনপি নেতা আব্বাস উদ্দিন

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ২০:৩২

তারেক রহমানের কাছে বিচার চাইলেন ফরিদগঞ্জের বিএনপি নেতা আব্বাস উদ্দিন

অ্যাডভোকেট আব্বাস উদ্দিন। ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ থেকে ‘ইচ্ছাকৃতভাবে’ বঞ্চিত করার অভিযোগ তুলেছেন চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি নেতা ও ঢাকা ট্যাক্সস বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্বাস উদ্দিন।

বুধবার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।

আব্বাস উদ্দিন লিখেছেন, গত ২৬ অক্টোবর বিএনপির গুলশান কার্যালয়ে নির্বাচনে অংশগ্রহণে আগ্রহী প্রার্থীদের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাতের জন্য বিভাগওয়ারি আমন্ত্রণ জানানো হয়। তিনি জানান, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন (রশিদ নং ১০০৩)। কিন্তু এবার বৃহত্তর কুমিল্লা অঞ্চলের দায়িত্বে থাকা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া তাকে সাক্ষাতের কার্ড বা ফোনকল কোনোভাবেই জানাননি।

তিনি আরও উল্লেখ করেন, ‘২০১৮ সালে পল্টন অফিস থেকে আমাদের ডাকা হয়েছিল। এবার কেন সংবাদ দেওয়া হলো না? আমার সাক্ষাতের কার্ডটি কাকে দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে—এ প্রশ্নের উত্তর আমি চাই।’

আব্বাস উদ্দিন আরও বলেন, ‘এ ধরনের আচরণ বৈষম্যমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নিকট এ ঘটনার বিচার দাবি করছি।’

বাংলাদেশের খবরকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘দলের ভেতরে কিছু নেতা এমন জঘন্য কর্মকাণ্ডে জড়িত আছেন, যা ভবিষ্যতে দলের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। এখনই এদের চিহ্নিত করে ব্যবস্থা না নিলে বিএনপি বড় ধরনের সংকটে পড়বে। বিষয়টির দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দলের শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপ কামনা করছি।’

  • এআরএস/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি তারেক রহমান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর