Logo

সারাদেশ

বাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত অনশন চলবে

Icon

ব্যুরো চিফ, বরিশাল

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ২১:৪১

বাকসু নির্বাচন না হওয়া পর্যন্ত অনশন চলবে

বাকসু নির্বাচনের দাবিতে অনশনে তিন শিক্ষার্থী। ছবি : বাংলাদেশের খবর

বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে তিন শিক্ষার্থী অনশন শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন করে জানান, দীর্ঘ কয়েক মাস ধরে বাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন করে আসছেন তারা। কলেজ প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠক হলেও এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি।

তারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে। প্রয়োজনে প্রশাসনিক ভবন ঘেরাও বা শাটডাউন কর্মসূচিও দেওয়া হবে।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফেরদৌস রুমি অনশন শুরু করেন। পরে সমাজকর্ম বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম এবং ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী কে. এম. মাঈনুল এতে যোগ দেন।

কলেজ সূত্রে জানা যায়, বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে বর্তমানে ২২টি বিভাগে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। সর্বশেষ বাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০০৩ সালে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নির্বাচন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর