Logo

সারাদেশ

রাজশাহীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এনজিও কর্মী নিহত

Icon

রাজশাহী প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১২:১৯

রাজশাহীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে এনজিও কর্মী নিহত

ছবি : বাংলাদেশের খবর

রাজশাহীর মোহনপুরে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শতফুল এনজিও কর্মী জাহানাবাদ ইউপির হাজরাপাড়া গ্রামের ইসমাইল হোসেন (৩০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে কেশরহাট পৌরসভার কালিতলা ময়দা মিলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পকেট থেকে উদ্ধার করা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অনুযায়ী, তিনি মোহনপুর উপজেলার হাজরাপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে ইসমাইল হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর সাড়ে ৫টার দিকে মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মোটরসাইকেলে আগুন ধরে যায় এবং ট্রাক উল্টে রাস্তার পাশে পড়ে। ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হন এবং মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করেন।

মোহনপুর থানার ওসি আতাউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর