বরিশালে একই পরিবারের ৪ জনের ইসলাম গ্রহণ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ১৪:৪২
					ছবি : বাংলাদেশের খবর
বরিশালের গৌরনদীতে একই পরিবারের চারজন স্বেচ্ছায় সনাতন ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করেছেন। বুধবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হলফনামার (এফিডেভিট) মাধ্যমে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেন।
আদালতে দাখিল করা হলফনামা সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের জঙ্গলপট্টি গ্রামের সুধীর দত্ত ও তুলসী রানী দত্তের ছেলে সমীর দত্ত (৪৫) তার স্ত্রী, মেয়ে ও ছেলেকে সঙ্গে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ধর্ম পরিবর্তনের পর সমীর দত্তের নতুন নাম রাখা হয়েছে মো. ওমর আলী। তার স্ত্রী অতুল রানী দত্ত এখন আয়শা বেগম (৩৭), মেয়ে স্বর্ণা রানী দত্ত হয়েছেন মরিয়ম আক্তার (১৯) এবং ছেলে শুভ দত্তের নতুন নাম রাখা হয়েছে মো. আবদুল্লাহ (৭)।
নওমুসলিম মো. ওমর আলী বলেন, আমরা স্বেচ্ছায় আদালতের মাধ্যমে সনাতন (হিন্দু) ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। জীবনের বাকিটা সময় এ ধর্মের সকল নিয়ম-কানুন মেনে চলতে চাই। তিনি আরও বলেন, টাকা জমিয়ে স্ব-পরিবারে পবিত্র হজ পালন করার ইচ্ছা রয়েছে।
মো. ওমর আলী বলেন, ছোটবেলা থেকেই ইসলামের ধর্মীয় রীতি-নীতি ভালো লাগতো। নামাজ, যাকাত, হজ ইত্যাদি সবই ভালো লাগত। তখন থেকেই নিজের মধ্যে ইসলাম ধর্মের প্রতি এক ব্যতিক্রম শ্রদ্ধা জন্মেছে। সম্প্রতি পরিবারের সদস্যদের সাথে সেই ছোটবেলার শ্রদ্ধার কথা শেয়ার করে সর্বসম্মতিক্রমে সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমরা স্ব-পরিবারে যেনো সঠিকভাবে শান্তির ধর্ম ইসলাম পালন করতে পারি। আল্লাহ তায়ালার হুকুম ও হযরত মুহাম্মদ (সা.)-এর দেখানো পথে চলতে পারি সেজন্য সকলের কাছে দোয়া কামনা করছি।
এস এম মিজান/এমবি

