ঝিনাইদহে নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ছবি : বাংলাদেশের খবর
ঝিনাইদহে নবগঙ্গা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কাতলামারি কুঠিরপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আরিয়ান (৫) ও তাসনীম (৪)। আরিয়ান কাতলামারি কুঠিরপাড় গ্রামের সোহেল মিয়ারের ছেলে। আর তাসনীম একই গ্রামের ইমদাদুল ইসলাম তারা মিয়ারের মেয়ে।
কাতলামারি পুলিশ ক্যাম্পের এসআই জাহাঙ্গীর আল মামুন জানান, তিনজন শিশু নবগঙ্গা নদীতে গোসল করতে নামে। গোসল করার সময় আরিয়ান ও তাসনীম পানিতে ডুবে যায়। অন্য শিশুটি বাড়ি ফিরে গেলে পরিবার বিষয়টি জানতে পারে। পরে পরিবারের সদস্যরা নদীতে গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না আসায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা পারিবারিকভাবে দাফন সম্পন্ন করবে।
এম বুরহান উদ্দীন/এমবি

