Logo

সারাদেশ

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ভাবির হোটেলে জরিমানা

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৫, ২০:১৮

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, ভাবির হোটেলে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের সীতাকুণ্ডে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং লাইসেন্স ছাড়াই মিষ্টান্নজাত পণ্য উৎপাদনের অভিযোগে ‘ভাবির হোটেল’ নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর বাইপাস এলাকার ওই হোটেলে এ অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম।

ইউএনও ফখরুল ইসলাম বলেন, ‘লাইসেন্স ছাড়া নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে হোটেলটিতে মিষ্টি, দই ও ঘি তৈরি করা হচ্ছিল। এতে ভোক্তাদের স্বাস্থ্যের ঝুঁকি ছিল। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

অভিযানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ডের নিরাপদ খাদ্য পরিদর্শক মো. জাহেরুল হক।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত করতে এমন অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

  • মোহাম্মদ জামশেদ আলম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর