কটিয়াদীতে ‘বাংলাদেশের খবর’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
 
						কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১১:৪১
 
					ছবি : বাংলাদেশের খবর
কিশোরগঞ্জের কটিয়াদীতে দৈনিক ‘বাংলাদেশের খবর’ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় কটিয়াদী রিপোর্টার্স ইউনিটিতে এ অনুষ্ঠান আয়োজন করেন কটিয়াদী উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান।
সভাপতিত্ব করেন কটিয়াদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক যুগান্তর প্রতিনিধি অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীর। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও মানবজমিন পত্রিকার প্রতিনিধি রফিকুল হায়দার টিটু।
প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি স্বপন কুমার সাহা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক ‘বাংলাদেশের খবর’-এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মো. আব্দুর রউফ ভুইয়া, কটিয়াদী উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, কটিয়াদী প্রেসক্লাব সদস্য সচিব মাইনুল হক মেনু, সু-শাসনের জন্য নাগরিক (সুজন) কটিয়াদী শাখার সদস্য সচিব ধ্রুব রঞ্জন দাস, বেসরকারি শিক্ষক সমিতি কটিয়াদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুম পাঠান, দৈনিক ইত্তেফাক কিশোরগঞ্জ জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি মো. শরিফুল ইসলাম, নিরাপদ সড়ক চাই কটিয়াদী শাখার সদস্য সচিব মো. মোয়াজ্জেম হোসেন, গণ অধিকার পরিষদের কিশোরগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি সৈয়দ আলীউজ্জামান মহসিন, ক্রীড়া সংগঠক সৈয়দ আহসান হাবীব সাধু এবং বেসরকারি শিক্ষক সমিতি কটিয়াদী শাখার সহ-সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. সুমন মিয়া, রেদয়ান আহমেদ, মো. হাবিবুর রহমানসহ আরও অনেকে। অনুষ্ঠানে পত্রিকার সফলতা, সাংবাদিকতার গুরুত্ব এবং সমাজের কল্যাণে গণমাধ্যমের ভূমিকা নিয়ে আলোকপাত করা হয়।


 
			