Logo

সারাদেশ

সীতাকুণ্ডে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের হিফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১১:৫০

সীতাকুণ্ডে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের হিফজ প্রতিযোগিতা  অনুষ্ঠিত

ছবি : বাংলাদেশের খবর

দক্ষিণ-পূর্ব এশিয়ার কুরআন হাফেজদের অন্যতম বৃহৎ সংগঠন হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে ৩০তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান টেরিয়াইল ইসলামিয়া মিসবাহুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে। মাদ্রাসাটি আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে।

চারটি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সীতাকুণ্ড উপজেলার ৫০টি মাদ্রাসার তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সেরা ২৮ জনকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা তাজুল ইসলাম। পরিচালনা করেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা ইকবাল হোসাইন ও মাওলানা জয়নাল আবেদীন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের মহা-পরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফতি খলিল আহমদ কাসেমী।

এমএইচএস 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর