কালিয়াকৈর-ধামরাই সড়কে দুর্ঘটনায় নিহত ১
 
						কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১২:৫২
 
					ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের কালিয়াকৈর-ধামরাই সড়কে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে সড়কের ডুবাইল কান্দাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুনজু (২০) ঢাকা জেলার ধামরাই থানার বাগমারা এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি অটোরিকশা যাত্রী নিয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চালক গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মো. দেলোয়ার হোসেন/এমবি


 
			