আশুলিয়ায় বিপুল পরিমাণ মাদক-অস্ত্রসহ আটক ৭
 
						আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১৪:০৬
 
					ছবি : বাংলাদেশের খবর
সাভারের আশুলিয়ায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, বিদেশি ও দেশীয় অস্ত্রসহ সাতজনকে আটক করেছে সেনাবাহিনী। পরে উদ্ধারকৃত জিনিসপত্রসহ তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে আশুলিয়ার গাজীরচট ও কান্দাইলের রাজা-বাদশা মার্কেট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- আশুলিয়ার গাজীরচট এলাকার মেহেদী হাসান মিঠুন (২৪), মো. মোজাম্মেল ভূঁইয়া (৪৪) ও মাসুমা আক্তার রিয়া (২৩), চাঁপাইনবাবগঞ্জের রাণীনগর থানা এলাকার মো. জাহিদুল আলম (২৪), রাজশাহীর জামিরা হাটপাড়া এলাকার নায়ন আলী (১৮), বগুড়ার ফুলবাড়ী থানা এলাকার মো. গোলাম রাব্বি (১৮) ও আশুলিয়ার কান্দাইল এলাকার বাবর হোসেন ওরফে বাবলু।
সেনাবাহিনী জানায়, রাতে আশুলিয়ার গাজীরচট এলাকায় হঠাৎ পাঁচ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। স্থানীয়রা বিষয়টি জামগড়া আর্মি ক্যাম্পে জানালে টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তথ্য সংগ্রহের পর অভিযান পরিচালনা করে। এ সময় মেহেদী হাসান মিঠুন, মোজাম্মেল ভূঁইয়া, জাহিদুল আলম ও মাসুমা আক্তার রিয়াকে আটক করা হয়।
পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি ৭.৬৫ মিমি পিস্তল, ৮ রাউন্ড পিস্তল গুলি, ২টি পিস্তল ম্যাগাজিন, ১৭টি শটগানের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ, ১টি শটগানের বাটস্টক, ২টি ইলেকট্রিক শকার, ৩টি ওয়াকি-টকি, কয়েকটি দেশীয় অস্ত্র, ৩ হাজার ৪০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা, ৪ লিটার বিদেশি মদ ও ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সেনাবাহিনী আরও জানায়, শুক্রবার ভোররাতে আশুলিয়ার কান্দাইলের রাজা-বাদশা মার্কেট এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে প্রভাব বিস্তারকারী চক্রের আস্তানায় অভিযান চালিয়ে নায়ন আলী, বাবর হোসেন ওরফে বাবলু ও গোলাম রাব্বি নামের তিনজনকে আটক করা হয়।
পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশসহ তল্লাশি করে ১টি পিস্তল, ১টি দেশি অস্ত্র ও ২০০ গ্রাম গাঁজাসহ অপরাধ সংক্রান্ত রেকর্ডযুক্ত ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানায়, বিভিন্ন উদ্ধারকৃত জিনিসপত্রসহ আটককৃতদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, সেনাবাহিনী সাতজনকে আটক করে থানা হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
হাসান ভূঁইয়া/এমবি


 
			