Logo

সারাদেশ

কুড়িগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

Icon

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১৪:৩৮

কুড়িগ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ দোকান পুড়ে ছাই

ছবি : বাংলাদেশের খবর

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) ভোরে বাজারের উত্তর পাশে এ আগুনের সূত্রপাত হয়।

জানা গেছে, ভোর পাঁচটার দিকে হঠাৎ বাজারের একটি দোকান থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে সার, তেল ও কীটনাশকের ব্যবসায়ী অধির চন্দ্র সাহার প্রায় ১৭ লাখ, একই ধরনের ব্যবসায়ী আমিনুল ইসলামের ১০ লাখ, কাকলী ট্রেডার্সের মালিক হাসেন আলীর ১০ লাখ, মুদি দোকান মালিক মমিনুল ইসলামের তিন লাখ, সুপারি ব্যবসায়ী আতাউর রহমান ও ইব্রাহিমের তিন লাখ, সেলুন মালিক ফনি চন্দ্র শীলের দেড় লাখ এবং মসলা ব্যবসায়ী মোজাফ্‌ফর আলীর ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে। 

স্থানীয় বাসিন্দা আশিকুর রহমান আশিক বলেন, ‘ভোরে উঠে দেখি উত্তর পাশের এক দোকানে আগুন জ্বলছে। সবাই মিলে পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করি।’

কেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.খ.ম. ওয়াজিদুল কবীর রাশেদ বলেন, ‘খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে জানাই। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রাও আগুন নেভাতে চেষ্টা করেন।’

নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার সাইফুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।’

  • নূর-ই-আলম সিদ্দিক/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর