বান্দরবানে ভাল্লুকের আক্রমণে জুমচাষি গুরুতর আহত
 
						বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১৬:১৫
---2025-10-31T160836-69048c287a0ff.jpg) 
					ছবি : সংগৃহীত
বান্দরবানের রুমা উপজেলায় জুমে কলাগাছ কাটার সময় দিনদুপুরে ভাল্লুকের আক্রমণে কাইন প্রে ম্রো (২৬) নামে একজন জুমচাষি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে রুমার উপজেলার গ্যালেঙ্গ্যা ইউনিয়নের পোড়াবাংলা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত কাইন প্রে ম্রো একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রুইফপাড়া গ্রামের রুইচং ম্রোর ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে প্রতিদিনের মতো জুমে কাজ করতে গিয়েছিলেন কাইন প্রে ম্রো। দুপুরের দিকে কলা গাছ কাটার সময় হঠাৎ জঙ্গল থেকে একটি বন্য ভাল্লুক তাকে আক্রমণ করে। ভাল্লুকটি আক্রমণের পর জঙ্গলের ভেতরে চলে যায়। পরে তার চিৎকারে আশেপাশের মানুষজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গ্যালেঙ্গ্যা ইউপি চেয়ারম্যান মেনরত ম্রো জানান, নিজ জুমে কলা গাছ কাটার সময় কাইন প্রে ম্রো বন্য ভাল্লুকের আক্রমণের শিকার হয়েছেন। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার দিলীপ চৌধুরী বলেন, বন্য ভাল্লুকের আক্রমণে কাইন প্রে ম্রো হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরের বিভিন্ন স্থানে ভাল্লুকের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।
- সোহেল কান্তি নাথ/এমআই


 
			