ফুটবল খেলতে গিয়ে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
 
						সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১৬:৪৯
---2025-10-31T164300-69049445c41a9.jpg) 
					নিহত যুবক। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রচণ্ড রোদে ফুটবল খেলতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সাকিব (২০) নামে এক তরুণ ফুটবলারের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢালিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাকিব ওই গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালবেলায় তীব্র গরমের মধ্যে স্থানীয় মাঠে ফুটবল খেলছিলেন সাকিব। খেলার একপর্যায়ে হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। তাকে দ্রুত সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নিনসিলা বলেন, ‘হিটস্ট্রোকে আক্রান্ত হওয়ায় হসপিটালে আনার আগেই সাকিবের মৃত্যু হয়েছে।’
- মোহাম্মদ জামশেদ আলম/এমআই


 
			