জয়পুরহাট-২: এবি পার্টির প্রার্থী এস এ জাহিদ সরকারের নির্বাচনী গণসংযোগ
 
						ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ১৯:০২
---2025-10-31T185532-6904b35b787a2.jpg) 
					ছবি : বাংলাদেশের খবর
জয়পুরহাট-২ আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী কেন্দ্রীয় উদ্যোক্তা ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক এস এ জাহিদ সরকারের নেতৃত্বে শুক্রবার (৩১ অক্টোবর) সারাদিন ব্যাপক নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
গণসংযোগকালে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং এবি পার্টির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। এসময় তিনি বলেন, ‘এবি পার্টি এমন একটি রাষ্ট্র গঠন করতে চায় যেখানে প্রতিটি নাগরিক মর্যাদাপূর্ণ নাগরিক হিসেবে মূল্যায়ন পাবেন। আমরা ন্যায়, সমতা ও উন্নয়নের রাজনীতি করতে চাই এবং সমস্যা সমাধানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।’
গণসংযোগে উপস্থিত ছিলেন- এবি পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ-মইনুল সাদিক, রাকিব, জয়, রাকিব হোসেন, নুর মোহাম্মদ, আব্দুল কুদ্দুস শেখসহ কালাই উপজেলার এবি পার্টির সক্রিয় কর্মীরা।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে পবিত্র কুরআন শরীফ বিতরণ করা হয়।
এবি পার্টির নেতৃবৃন্দ জানান, জনগণের ভালোবাসা ও সহযোগিতাই তাদের সবচেয়ে বড় শক্তি। তারা আশাবাদ প্রকাশ করেছেন, আগামীর নির্বাচনে জনগণের সমর্থন নিয়েই এবি পার্টি জয়ী হবে।
- এমআই


 
			